বিশ্ব ব্যাংক প্রতিনিধির সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
বিশ্ব ব্যাংক প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পেরুর লিমায় বাংলাদেশ সময় রোববার সকালে বৈঠকটি হয় বলে জানা গেছে। বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ সহ-সভাপতি কেইলি পিটার সংস্থাটির পক্ষে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাড়ানোর বিষয়টি নিয়ে তারা আলোচনা করেন।এসময় কেইলি পিটার জানান, উল্লেখিত অর্থ বছরে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। আর ছাড় করা হয়েছে এক বিলিয়ন ডলার।
এসময় তারা সরকারের বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। মুহিত বিশ্ব ব্যাংককে কর কাঠামো, মান এবং কোম্পানি আইনের আপডেট তুলে ধরেন। এসময় পিটার বাংলাদেশ সফরের আগ্রহ জানান।
এসএ/জেডএইচ/এমএস