রাজবাড়ীর শীর্ষ এনজিও ব্যক্তিত্ব ছাত্তার মোল্লা আর নেই


প্রকাশিত: ০৬:১০ এএম, ১০ অক্টোবর ২০১৫

রাজবাড়ীর শীর্ষ এনজিও ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল, মাদার তেরেসা ও ওসমানী স্মৃতি পদক প্রাপ্ত ভিপিক এ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার মোল্লা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাত্তার মোল্লা অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসিক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বাদ আছর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে ভবানীপুর ১নং পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার ছোট ছেলে হাফিজ আল আসাদ মানিক জানান, সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে আমরা তাকে তাৎক্ষণিক সদর হাসপাতালের জরুরি বিভাগে  নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।