নিষ্ঠুরতা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

গৃহকর্ত্রীর নির্যাতন থেকে রেহাই পেতে পালাতে চেষ্টা করেছিলেন কাস্তুরি মুনিরাথিনাম। অার এতেই ঘটে যায় তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। নিষ্ঠুর গৃহকর্ত্রী তাকে পালাতে দেখে রাগে কেটে ফেলেন ভারতীয় গৃহকর্মী কাস্তুরির একটি হাত। এ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াদে। খবর বিবিসির।

এদিকে, এ ঘটনার পর সৌদি দূতাবাসের কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় দূতাবাস কর্মকর্তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সৌদি আরবে এক বাসায় কর্মরত ভারতীয় পরিচারিকার একটি হাত কেটে নেওয়ার খবরে তিনি বিচলিত। বিষয়টি তিনি সৌদি কর্তৃপক্ষের গোচরে এনেছেন বলে জানিয়েছেন সুষমা।

কাস্তুরি মুনিরাথিনাম সৌদি আরবে যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর গৃহকর্ত্রী তাঁর ডান হাত কেটে নেন বলে অভিযোগ করা হচ্ছে। ওই বাড়িতে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলেও অভিযোগ করছে মুনিরাথিনামের পরিবার। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে লিখেছেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য একটি কাজ। আমরা বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। আমাদের দূতাবাস ওই গৃহকর্মীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

কাস্তুরি মুনিরাথিনিামের বাড়ি দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইতে। তার ছেলে এস কুমার বলেন, তার মা সৌদি আরবে কাজ করতে যাওয়ার পর থেকেই সেখানে তাকে লম্বা সময় কাজ করানো হতো বলে অভিযোগ করতেন। সেখানে তাকে ঠিকমত খাবারও দেওয়া হতো না।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।