ইকুয়েডরের কাছে আর্জেন্টিনার শোচনীয় হার


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৯ অক্টোবর ২০১৫

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে  শোচনীয় ভাবে হেরে মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের ৮১ ও ৮২, দুই মিনিটেই দুই গোল হজম করে আর্জেন্টিনা। ইকুয়েডরের হয়ে একটি করে গোল করেন ফ্রিকসন এরাজো ও ফেলিপে কাইসেদো।

আগের ৩২ বারের দেখায় আর্জেন্টিনাকে চার বার হারালেও আর্জেন্টিনার মাটিতে এটাই ইকুয়েডরের প্রথম জয়।

আর্জেন্টিনার পরাজয়ের দিনে দক্ষিণ আমেরিকার আরেক শক্তিশালী দল ব্রাজিলও বিশ্বকাপ বাছাইপর্বে তাদের প্রথম ম্যাচে হেরেছে। চিলির মাঠে ২-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।