সিলেটে ট্রাকচাপায় ২ ছেলেসহ বাবা নিহত
সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫) ও তার দুই ছেলে শহিদ মিয়া (১২) ও কাইয়ুম মিয়া (৯)। ঝূুঁকিপূর্ণভাবে মহাসড়ক পারাপারের সময় এই তিনজন নিহত হন।
এর মধ্যে শহিদ ঘটনাস্থলে ও তার বাবা আরজু মিয়াকে ওসমানি হাসপাতালে নেয়ার পর মারা যান। আর রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহতের অপর ছেলে কাইয়ুম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে সিলেট থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রাক মহাসড়ক পারাপারের সময় হতাহতদের চাপা দেয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার স্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ও গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়। এর মধ্যে আরজু মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। আহত দুজনকে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পর শিশুটির বাবা মারা যান। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের প্রতিবেশী পশ্চিম পৈলনপুর ইউপির সদস্য (মেম্বার) আনসর উদ্দিন জাগো নিউজকে জানান, সর্বশেষ আরজু মিয়ার ছোট ছেলে কাইয়ুম মিয়া রাত সাড়ে ১০টার দিকে মারা গেছে। একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছামির মাহমুদ/এআরএ/এসএস/পিআর