হিলি সীমান্ত ও ইমিগ্রেশনে সতর্কতা জারি


প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

দেশে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত ও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি রেলপথেও বাড়তি সতর্কতা জারি করেছে রেলওয়ে পুলিশ।

অপরাধীরা যাতে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা রোববার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, বিজিবি ও রেলপুলিশের কাছে এসেছে বলে জানায় কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপারের ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই তাদের ভারতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মানবতাবিরোধী অপরাধীসহ অন্যান্য অপরাধীদের তালিকা টাঙানো রয়েছে। সেগুলোও চেক করা হচ্ছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আতাহার আলী জানান, বরাবরই সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সতর্ক টহল অব্যাহত রয়েছে। তবে কিছু কিছু সময়ে টহল জোরদার করাসহ অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। বর্তমানে সেটা করা হয়েছে।

হিলি রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ খোকন চন্দ্র দাস জানান, হিলি রেলওয়ে স্টেশন এলাকাতেও বিদেশি নাগরিকরা যেন নিরাপদে চলাচল করতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন হিলি রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লোক পারাপারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক রয়েছি। বিদেশি নাগরিকদের যাতে কোনো প্রকারের হয়রানি বা ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক রয়েছি। কোনো অপরাধী যাতে অপরাধ করে দেশ থেকে বাহিরে যেতে না পারে সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নাসির ঈমাম রুমী বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের ক্ষেত্রে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। সীমান্তে কোনো সন্দেহাভাজন ব্যক্তিকে আমরা পেলে সেক্ষেত্রে হিলি ইমিগ্রেশনের সঙ্গে আমরাও তাদের উপর নজরদারি করাসহ জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা পেয়েছি এবং সে মোতাবেক কাজ করছি।

এমদাদুল হক মিলন/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।