ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ৩ বাংলাদেশিকে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সোমবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
 
কারাভোগকারীরা হলেন, জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালেঙ্গী গ্রামের ডেপরার ছেলে আচিমুদ্দিন (২৫), একই জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল কালাম (২০) ও সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার গোবিন্দপুর এলাকার মতিউর রহমানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮)।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তিন বাংলাদেশিকে ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) বাঁধন চন্দ্র বর্মন তাদেরকে হস্তান্তর করেন।

রবিউল হাসান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।