চিকিৎসায় নোবেল পেলেন তিনজন
চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ড, জাপান ও চীনের তিন বিজ্ঞানী। সোমবার সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ তিন বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির কথা ঘোষণা করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
উইলিয়াম সি ক্যাম্পবেল ও সাতোশি ওমুড়া কেঁচোকৃমি প্যারাসাইটের কারণে সৃষ্ট ইনফেকশনের প্রতিরোধে নতুন একটি ওষুধ তৈরি করায় এ বছর নোবেল পেয়েছেন।
এছাড়া ম্যালেরিয়ার প্রতিরোধে একটি থেরাপি আবিষ্কারের জন্য প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে টু ইউইউ এ পুরস্কার জিতেছেন।
নোবেল কমিটি জানিয়েছে, এসব রোগে আক্রান্ত লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করেছে বিজ্ঞানীদের এ আবিষ্কার। আর এজন্যই তাদেরকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রত্যেক বছর প্রায় চার লাখ ৫০ হাজার মানুষ মারা যায়। এছাড়া আরো কয়েক কোটি মানুষ ম্যালেরিয়া ইনফেকশনের ঝুঁকিতে থাকে।
আগামী সোমবার পদার্থ, রসায়ন ও শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এসআইএস/আরআইপি