ধরপাকড় অভিযান বন্ধের আহ্বান বিএনপির


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৫ অক্টোবর ২০১৫

বিএনপির বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পূণর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে অভিযোগ করে এ অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রেরিত এক বিবৃতিতে রিপন এই আহ্বান জানান।

বিবৃতিতে রিপন বলেন, ধরপাকড় অভিযানের অংশ হিসেবে যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে গতরাতে (রোববার) গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি।

তিনি অনতিবিলম্বে গ্রেফতারদের মুক্তি দাবি করেন এবং নেতা-কর্মীদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রিপন বলেন, আমরা উৎকণ্ঠায় মধ্যে লক্ষ্য করছি যে, সরকার বিরোধী মতকে দমন করার নীতি থেকে এখনও সরে আসেনি এবং বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।