বরিশালে জাল ও ইলিশসহ ১৪ জেলে আটক


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৫ অক্টোবর ২০১৫

রোববার সারা রাত কীর্তনখোলা, আড়িয়ালখাঁ, লতা, নয়া ভাঙ্গুলী এবং মেঘনা ও বিভিন্ন শাখা নদীতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদফতর এবং নৌ পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জাল, ইলিশ মাছসহ ১৪ জেলেকে আটক করা হয়।

উদ্ধারকৃত জাল ও ইলিশসহ সোমবার সকালে তাদের বরিশাল নদী বন্দরে নিয়ে আসা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত ইলিশ মাছ সরকারি শিশু পরিবারে হস্তান্তর এবং জাল ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান জাগো নিউজকে জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় আটক ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া চলছে।

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় এবার আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ১৫ দিন ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৯ অক্টোবর।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।