বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন : প্রধান বিচারপতি


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন এবং কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল’ ফ্যাকাল্টির নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া অতীতের তুলনায় আরো বেশি স্বচ্ছ করা হবে। সমৃদ্ধ পেশাগত জীবন গড়তে ভাল আইনজীবী হওয়ার জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।

চবির ল’ ফ্যাকাল্টি এবং একে খান ফাউন্ডেশন যৌথভাবে আইন বিভাগের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় চবি ল’ ফ্যাকাল্টির প্রতিষ্ঠাতা ডিন এবং আইন কমিশনের সদস্য ড. এম শাহ আলম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা জজ নুরুল হুদা, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং চবি ল’ ফ্যাকাল্টি ডিন ফারুক আব্দুল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।