কুন্দুজ ফিরে পেতে আফগান সেনাদের অভিযান


প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

তালেবান জঙ্গিদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজের দখল ফিরে পেতে অভিযান শুরু করেছে আফগানিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবারের এ অভিযানে মার্কিন বিমানবাহিনী আফগান সেনাদের সহায়তা করছে।

সোমবার তালেবান জঙ্গিরা কুন্দুজ শহরটি দখল করে নেয়। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হলো কুন্দুজ শহর দখল করে নেয়া।

কুন্দুজ প্রদেশের রাজধানী শহর তালেবান দখল করে নেয়ায় চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার। কারণ মঙ্গলবারই আশরাফ গনির ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বাহিনী শিগগিরই কুন্দুজের দখল ফিরে পাবে। ইতিমধ্যে সেনারা নগরের কারাগার ও প্রাদেশিক পুলিশের সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে। কুন্দুজের কারাগার তালেবানের দখলে চলে যাওয়ার পর জঙ্গিসহ শত শত বন্দীকে সেখান থেকে ছেড়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, তালেবান যোদ্ধারা রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে। শহরের হাসপাতাল, ব্যাংক ও সরকারি অন্যান্য ভবন সোমবার থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণে। শহরটিতে তালেবান যোদ্ধার সংখ্যা বেড়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।