দর পতনে চলছে পুঁজিবাজারের লেনদেন


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন ছুটির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। টাকার অংকে লেনদেনেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টায় ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৮৬০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ১১৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৯ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা।

উল্লেখ, ঈদ উপলক্ষে গত ২৩ থেকে ২৭ সেপ্টম্বর পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ঈদের ছুটির পর গতকাল ২৮ সেপ্টম্বর (সোমবার) থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হযেছে। একই সঙ্গে চালু হয়েছে দুই স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম।

এসআই/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।