ঠাকুরগাঁওয়ে স্কুলে গ্রন্থাগার ও শিক্ষাবৃত্তি প্রকল্পের উদ্বোধন


প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ৯৪’ এসএসসি ব্যাচের উদ্যোগে দেওয়ান সিরাজুল ইসলাম টিটু স্মৃতি গ্রন্থাগার ও শিক্ষাবৃত্তি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সুগার মিল (টিএসএম) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, ঠাকুরগাঁও সুগার মিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ৯৪’ এসএসসি ব্যাচের শিক্ষার্থী রেলওয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মূসা ইব্রাহীম, আশরাফ ইবনে সিদ্দিক, তৌফিক এলাহি, মনির হোসেন প্রমুখ।

পরে দেওয়ান সিরাজুল ইসলাম টিটু স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন, এসএসসি ৯৪’ ব্যাচের অরণী নামে একটি ম্যাগাজিন উন্মোচন ও ১৫ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিউল এহসান রিপন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।