পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মহিলা দল ঘোষণা
পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে দল ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত খেলবে সফররত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সফরের সবগুলো ম্যাচ করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।
স্ট্যান্ড বাই: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।
আরটি/একে/পিআর