ইরানের সমালোচনা প্রত্যাখ্যান সৌদি আরবের


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিতে হয়ে হতাহতের ঘটনায় ইরানের সমালোচনা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, এ ঘটনা নিয়ে রাজনীতি করার চেয়ে ইরানীদের জানা উচিত পবিত্র হজ সম্পাদন সফল করতে সৌদি আরব কি পরিমাণ সম্পদ ব্যয় করে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও অধিবেশনে যোগ দিয়েছেন। সৌদি আরবে ওই হতাহতের ঘটনায় হজ ব্যবস্থাপনা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই মুসলমানদের পবিত্র এই উৎসব আয়োজন করা নিয়ে সৌদির যোগ্যতার প্রশ্ন তুলেছেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই দুর্ঘটনার জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটিকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করে বলছি এ ঘটনা থেকে শিক্ষা নেবো। এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি।

জুবায়ের বলেন, আমি আশা করি ইরানী নেতৃবৃন্দ এ বিষয়ে আরো দায়িত্বশীল ও চিন্তাশীল হবেন। তদন্তের ফলাফল না জানা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মক্কার মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হাজি নিহত হয়েছেন। গত ২৫ বছরের মধ্যে মিনার এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি। নিহতদের মধ্যে ১৩৬ ইরানি রয়েছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।