ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু


প্রকাশিত: ০৫:২০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষ এবার ঘরে ফেরার পালা। তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট শনিবার থেকে বিক্রি শুরু করেছে।

শনিবার সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন বরে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।