বিনোদন কেন্দ্রে মানুষের স্রোত


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীতে পরিবার নিয়ে ঈদের আনন্দ প্রকাশের ক্ষেত্র খুবই সীমিত হলেও থেমে নেই হৈ হুল্লুর। দুপুর গড়াতেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঈদের দিনে কোরবানি শেষ করে বেশির ভাগ মানুষ স্রোতের মতো বিনোদন কেন্দ্রগুলোর দিকে ছুটতে দেখা গেছে।

ফাঁকা রাস্তায় এই ছুটে বেড়ানো অব্যাহত থাকবে ঈদ পরবর্তী আরো তিনদিন।

ঈদে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় এবং শিশুপার্কে ছিল সবচেয়ে বেশি ভিড়। এখানে সব শ্রেণির মানুষ তাদের পরিবার, পরিজন এবং ছোটদের নিয়ে ছুটে গেছে। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়।

চিড়িয়াখানা সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে ভিড় ছিল চোখে পড়ার মতো। উঠতি বয়সের ছেলে-মেয়েরা জোড়ায় জোড়ায় বসে আড্ডায় মেতে ছিলেন দিনভর। অন্যদিকে সকাল থেকেই টিকিট কাউন্টার ও প্রবেশ পথে দীর্ঘ লাইন দিয়ে প্রবেশ করেছে দর্শনার্থীরা। ঈদের নামাজ শেষে হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ চিড়িয়াখানার দিকে যেতে শুরু করে।

খিলখেত এলাকা থেকে লিমন ও আঁখি দুই বন্ধু এসেছেন চিড়িয়াখানা দেখতে। তারা জানান,  আগে আরো একবার চিড়িয়াখানায় এসেছিলাম মা-বাবার সঙ্গে। তখন অবশ্য ছোট ছিলাম। বন্ধুদের সঙ্গে কখনো আসা হয়নি। অনেক মজা হচ্ছে। ভালো লাগছে। বেলা তিনটায় বোটানিক্যাল গার্ডেনের প্রবেশমুখে কথা হয় কাউছার আলম নামে স্বপরিবারে আসা এক ব্যবসায়ীর সঙ্গে। পরিবার নিয়ে বোটানিক্যাল গার্ডেনে এসেছেন তিনি। এখানে অবস্থানের পরিকল্পনা সন্ধ্যা পর্যন্ত।

শিশুপার্কেও সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। পার্কের ভেতরে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দর্শনার্থীদের। ভেতরে প্রবেশ করে রাইডে উঠতেও একইভাবে লাইনে দাঁড়াতে হয়েছে তাদের। তবুও ক্লান্তি ছিলো না কারোর চেহারায়।

শিশুপার্কেও আগামী তিনদিন আরো ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কর্তৃপক্ষ ।

আরএম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।