যাত্রী বহনে যুক্ত হলো ৬৩ রেল কোচ


প্রকাশিত: ১০:১১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৩টি যাত্রীবাহী কোচ মেরামত করা হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের বহনের জন্য এ সকল কোচ মঙ্গলবার থেকে রেলের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ হিসেবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ঈদ স্পেশাল দুই জোড়া আন্তঃনগর ট্রেনের র্যাগ তৈরি করে চালানো হচ্ছে।

এদিকে ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে পুলিশ। এজন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জাগো নিউজকে জানান, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী সেবা বাড়াতে পশ্চিমাঞ্চল রেলওয়ে তাদের ৬৫টি ক্যারেজ বা কোচ মেরামতের নির্দেশনা দেয়। এর মধ্যে ৪৫টি ব্রডগেজ (বড়) ও ২০টি মিটার গেজ (ছোট) লাইনের কোচ।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন জাগো নিউজকে জানান,  ৬৫টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ধরা হলেও ৬৩টি কোচ মেরামত করে মঙ্গলবার তা হস্তান্তর করা হয় ।

স্থানীয় রেলওয়ে সূত্র মতে, ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই জোড়া বিশেষ ট্রেন নামানো হয়েছে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা পথে। এ সকল ট্রেনে ৫০ হাজার যাত্রী পরিবহন করা হবে। এছাড়া প্রতিটি আন্তঃনগর ট্রেনে জুড়ে দেয়া হবে অতিরিক্ত কোচ। সে জন্যই অতিরিক্ত চাহিদা মেটাতে এই ৬৩টি কোচ মেরামত করা হয়। রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ঈদে যাত্রী সেবার বিষয়টি মাথায় রেখেই আমরা সীমাবদ্ধতার মধ্যেও কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করেছি।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।