প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার জামাতে মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। ইতোমধ্যে রাজধানীর অন্যতম বৃহৎ ঈদের জামাতে লক্ষাধিক মুসল্লি নির্বিঘ্নে নামাজ পড়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টায় প্রধান এ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার সরজমিন পরিদর্শনকালে দেখা গেছে, ইতোমধ্যেই গোটা ময়দান জুড়ে সামিয়ানা ও ত্রিপাল দিয়ে প্যান্ডেল সুসজ্জিতকরণের শেষ মুহুর্তেও কাজ চলছে। প্রতি বছরের ন্যায় এবারও রাষ্ট্রপতি, মন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, কুটনীতিবিদসহ ভিভিআইপি ও ভিআইপি অতিথিরা এখানে নামাজ আদায় করবেন। তাদেরসহ আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশমুখে র্যাব ও পুলিশের দুটি পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বরাবরের মতো এবারও মহিলাদের জন্য রাখা হয়েছে নামাজের আলাদা ব্যবস্থা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাফর বিশ্বাস জাগো নিউজকে জানান, জাতীয় ঈদগাহ ময়দানের চারপাশে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। র্যাব ও পুলিশের দুটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।
বজলুর রহমান নামে একজন শ্রমিক জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে দৈনিক দেড় শতাধিক শ্রমিক জাতীয় ঈদগাহ মাঠে কাজ করছে। ময়দানে কর্মরত শ্রমিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, গত ১৫ দিন যাবত টানা সুসজ্জিতকরণ প্রস্তুতি কাজ চলছে।
মিরপুর-১ নম্বরের আবদুল হক সন্স নামে একটি ডেকোরেটর দোকানের এই কর্মচারী জানান, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) একজন ঠিকাদারের মাধ্যমে পুরো মাঠ সুসজ্জিতকরণের কাজ করা হচ্ছে। সেই ঠিকাদার ১০টি ডেকোরেটরকে কাজটি ভাগ করে দিয়েছে।
জানা গেছে, শেষ মুহূর্তে বর্তমানে প্যান্ডেলের ভিতর ফ্যান, লাইট ও বাইরে ওজুর পানি ও টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। মাঠে কর্তব্যরত র্যাবের একজন সদস্য জানান, বৃষ্টি হলেও মুসল্লিদের নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না।
শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির কারণে যদি নামাজ আদায়ে বিঘ্ন হয় তাহলে আধা ঘণ্টা পর সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
এমইউ/আরএস/এমএস