রাকিব হত্যা মামলার চার্জ গঠন ৫ অক্টোবর


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় পৈশাচিক নির্যাতনে নিহত শিশু শ্রমিক রাকিব (১২) হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৫ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) দিলরুবা সুলতানা অভিযোগ আমলে নিয়েছেন। একইসঙ্গে আসামিদের জামিন নামঞ্জুর করেন।

এদিকে, আদালত চত্বর থেকে দুর্বৃত্তরা রাকিবের ছোট বোন রিমিকে অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। তবে বিষয়টি নিতান্তই ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে পুলিশ। এ কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আসামি পক্ষের দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে রাকিব হত্যা মামলার অভিযোগ গঠনের ধার্য দিন ছিল।

এসময় আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তবে এসময় আদালতে আসামি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার আসামিদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ জাগো নিউজকে জানান, তারা আসামিদের স্বজন, মামলার বিষয়ে জানতে আদালতে এসেছিলেন। কিন্তু বাদীপক্ষ ভুল ভেবে তাদের ধাওয়া করে।

আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ শরীফ মটর্সের ভেতরে মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটর সাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পরে আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচারকাজ শুরুর জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠান।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।