কুমিল্লায় কর বিভাগের সোস্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় কর বিভাগের উদ্যোগে সোস্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা উপলক্ষে কর কমিশনারের কার্যালয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সোমবার বিকেলে কর-অঞ্চল কুমিল্লার কমিশনারের কার্যালয়ে এ সংলাপের আয়োজন করা হয়।

কর অঞ্চল-কুমিল্লার কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, ওই কার্যালয়ের যুগ্ম কর কমিশনার এস.এম আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার মো. আখেরীজ্জামান, উপ-কমিশনার আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংলাপে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসময় কর অঞ্চল-কুমিল্লার কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের জানান, এ বছর আয়কর মেলায় ১২ হাজার ৫শ রিটার্ন জমা পড়েছে এবং ২০ হাজার ৬২৩ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। আয়কর আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৪৭৫ টাকা। তিনি আয়কর সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।