প্রেসিডেন্ট ভবনে অন্তর্বাস উড়িয়ে প্রতিবাদ


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

চেক রিপাবলিকের তিনজন চিত্রশিল্পী দেশটির প্রেসিডেন্ট প্যালেসের পতাকা নামিয়ে সেখানে বিশাল এক জোড়া অন্তর্বাস উড়িয়েছেন। ওই তিন চিত্রশিল্পী জানান, এ ধরনের পতাকা উড়ানো হয়েছে তার জন্য যার কোন কিছুতেই লজ্জা নেই।

পরে ওই তিন চিত্রশিল্পীকে আটক করেছে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট মিলোস জিম্যান এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা লাল রঙের বিশাল অন্তর্বাসটি উড়িয়ে দেয়। প্রেসিডেন্টশিয়াল ফ্ল্যাগ`টি সাধারণত রাজধানি প্রাগে উড়তে দেখা যায়।

‘জোহোভেন’ নামে চিত্রশিল্পীদের গ্রুপটির তিন সদস্য প্রেসিডেন্ট ভবনের চিমনি পরিষ্কার করার কথা বলে ছাদে উঠেন। তাদের পোশাক ছিল চিমনি পরিষ্কারকর্মীদের।

অন্তর্বাসের রঙটি লাল কেন নির্বাচন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই প্রতিবাদকারীরা বলেন, চীনের সঙ্গে প্রেসিডেন্টের ঘনিষ্ঠতার প্রতিবাদ হিসেবে এই লাল রঙ নির্বাচন করা হয়েছে।

এর আগে ইউক্রেন সংকটের সময় রাশিয়াকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট জিম্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছিল দেশটিতে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।