বরিশালে পুলিশ সদস্যদের কুপিয়ে আসামি ছিনতাই
বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ওসি, এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে মামলার আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহত ওসি ও এসআইকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় আসামির মা ও দুই বোনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রোববার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন, হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপ-পরিদর্শক (এসআই) জহির, কনস্টেবল মহিউদ্দিন, কামরুজ্জামান ও লাকি আক্তার।
পুলিশের ওপর হামলার ঘটনায় আটকরা হলেন, হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি মামুন সরদারের (২৫) মা শাহনাজ বেগম ও মামুনের দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তার।
আহত হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জাগো নিউজকে জানান, আসামি মামুন সরদার বাড়িতে অবস্থান করছনি এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মামুনের মা তার (ওসি) ডান হাত ও এসআই জহিরের হাতের আঙ্গুলে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এলে মামুনের বাবা মালেক সরদার ও দুই বোন তাদেরকে (পুলিশ সদস্য) রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সুযোগে মামুন পালিয়ে যান। পরে পুলিশের সংখ্যা বাড়িয়ে অভিযান চালিয়ে মামুন সরদারের মা শাহনাজ বেগম তার দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তারকে আটক করা হয়।
ওসি আরো জানান, হামলার ঘটনায় সকালে এস আই জহির বাদী হয়ে থানায় মামলা দয়ের করেছেন। মামুন ও তার বাবাকে গ্রেফতারে অভিযান চলছে।
সাইফ আমীন/এমজেড/পিআর