নড়াইলে ছাত্রীদের মানববন্ধন


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

সাম্প্রতিক সময়ে নড়াইলে ইভটিজিং বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের সামনে ছাত্রীরা মানববন্ধন করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে প্রায় ২ শতাধিক ছাত্রী অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা ইভটিজিংকে না বলুন, বাল্য বিবাহকে না বলুন, মাদককে না বলুনসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ায় তাদের স্কুলে আসা যাওয়াসহ সকল স্থানে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। তারা নারী নির্যাতনসহ সকল বিষয় কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে অভিভাবকসহ সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।