খুলনায় বাবা-মেয়ে খুন


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

খুলনা মহানগরীর মোহাম্মদ নগর সংলগ্ন বুড়ো মৌলভীর দরগা এলাকায় বাবা-মেয়ে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২ টার দিকে বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, বাবা ইলিয়াস হোসেন (৭০) ও মেয়ে পারভিন সুলতানার (২৫)। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার।

পুলিশ ধারণা করছে, ডাকাতি করতে এসে তাদের হত্যা করে সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে দেয়া হয়েছে। তবে (রাত আড়াইটার দিকে) ডাকাতরা মালামাল লুট করেছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। কখন বাবা ও মেয়েকে হত্যা করা হয়েছে তাও জানাতে পারেনি।

নিহত ইলিয়াস হোসেনের ছেলে রেজাউল ইসলাম বিপ্লব জানান, ডাকাতরা তার বাবা ও বোনকে মেরে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রেখে যায়।

খুলনার সহকারী পুলিশ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, আমরা রাত সাড়ে ১০টার পর খবর পেয়ে ইলিয়াস হোসেনের বাড়ি যায়। তবে সেখানে ডাকাতি হলে চিৎকার চেচামেচি হবে। কিন্তু কেউ কোনো চিৎকার শোনেনি। তবে ঘরের মধ্য মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসে বাবা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।