অত্যাচার দুর্নীতি-বৈষম্যের পাহাড় সৃষ্টির করেছে সরকার


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেছেন, দেশে অত্যাচার, দুর্নীতি আর বৈষম্যের পাহাড় সৃষ্টির করেছে সরকার। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারি পরিষদ আয়োজিত মাও সেতুংয়ের ৩৯তম মৃত্যু বার্ষিকী’ উপলিক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

স্বাধনীতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নির্বাসিত এমন দাবি করে মাহবুব বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আবারও সংগ্রাম করবো।বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

মাও সেতুংয়ের কারণে চীনের স্বপ্ন পরিবর্তন হয়েছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, যে স্বপ্ন চীনের জনগণের জন্য তিনি দিয়ে গিয়েছিলেন, তার কারণেই চীন আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।আমেরিকা পর্যন্ত চীনের আধুনিক নেতত্বের কাছে পরাজিত হচ্ছে।

সভাপতি বক্তব্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চীনের সঙ্গে আমাদের ভাল সর্ম্পক রাখতেই হবে।না রাখলে আমাদের পাশে বন্ধু দেশ নামক যে দৈত্য চেপে বসেছে সেই দৈত্য আরো চেপে বসবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, জাপার মহাসচিব মোস্তফা জামাল হাইদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূইয়া,সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।