বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার


প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মেহেদি হাবিব মো. রফিককে (৩৮) গ্রেফতার করেছে ময়মনসিংহ  র‌্যাব-১৪।

গাজীপুর বোর্ড বাজার বটতলা এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জামালপুর জেলার ইকবালপুরে। তিনি ১০ বছর যাবত পলাতক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে  র‌্যাবের অধিনায়ক এনামুল আরিফ সুমন জানান, ২০০৫ সালে ময়মনসিংহ জজকোর্ট, জেলা পরিষদ সংলগ্ন স্থান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়সহ শহরের একাধিক স্থানে সিরিজ বোমা হামলা মামলার ৩নং আসামি মেহেদি হাবিব। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে।

আতাউল করিম খোকন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।