হাঙ্গেরির আচরণে জাতিসংঘের বিস্ময়
সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে আশ্রয় নেয়া অভিবাসীদের উপর হাঙ্গেরি পুলিশের টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করায় বিস্ময় প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, অভিবাসীদের উপর এভাবে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর বিবিসির।
বুধবার হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শত শত শরণার্থী দেশটিতে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় শরণার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে হাঙ্গেরির পুলিশ। এ সময় আহত হয়েছেন দুই শরণার্থী। শরণার্থীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুঁড়ে মারে। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর অন্তত পাঁচ হাজার শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশ করে ক্রোয়েশিয়ায় ঢুকে পড়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলো শরণার্থী ইস্যুতে কোনো ঐক্যমতে পৌছাতে না পারলেও হাজার হাজার শরণার্থী পাড়ি জমিয়েছে জার্মানিতে। দেশটির পুলিশ জানিয়েছে, দেশটিতে এদিন অন্তত সাত হাজার ২২৬ জন শরণার্থী প্রবেশ করেছে।
এর আগে মঙ্গলবার হাঙ্গেরি-সার্বিয়া সীমান্ত বন্ধ করে দেয়। এছাড়া সোমবার দেশটিতে একটি নতুন আইন পাস করা হয়েছে। নতুন এ আইনে বলা হয়েছে, পুলিশ দেশটিতে অবৈধভাবে প্রবেশকারীদেরকে গ্রেফতার করতে পারবে। এছাড়া তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলাও করতে পারবে।
এসআইএস/এমএস