দুটি আইনে রাষ্ট্রপতির সম্মতি
জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া দুটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার সকালে বিল দুটিতে সম্মতি দেন তিনি। এর ফলে বিল দুটি আইনে পরিণত হল।
বিল দুটি হলো- বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সোমবার দেশি-বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস গঠনের বিধান রেখে জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিলটি পাস হয়।
এছাড়া গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানি গঠনের বিধান রেখে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫’ সংসদে পাস হয়।
এইচএস/আরএস/পিআর