বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের কাছে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন। আমরা চাই দারিদ্র জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে দেশের জন্য, দরিদ্র মানুষের জন্য কাজ করতো।

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান এবং মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জেলেদের স্বাবলম্বী করতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করে আসছেন। কার্ডের অপব্যবহার না করার জন্য সকল জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহাবাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।