ভ্যাট থাকছে না বেসরকারি মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে


প্রকাশিত: ১১:২০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ভ্যাট প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হয়।

এর আগে রোববার টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রাইভেট মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।