অগ্রিম টিকিট নেয়ার ভিড় নেই সায়েদাবাদে


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে কেন্দ্র করে অগ্রিম টিকিট কিনতে ঘরমুখো মানুষের চাপ নেই দক্ষিণাঞ্চলের প্রধান বাস টার্মিনাল হিসেবে খ্যাত সায়েদাবাদ বাস টার্মিনালে। সোমবার সরেজমিন ঘুরে এরকম চিত্রই দেখা গেছে।

এদিকে গত সপ্তাহ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়নি। কাউন্টারগুলো বলছে এই রুটে অসংখ্য যানবাহন থাকায় চাপ অনেকটা কম। তাই অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় নেই।

শ্যামলী পরিবহনের কাউন্টারে কর্মরত মো. ইব্রাহিম জাগো নিউজকে জানান, উত্তরবঙ্গের টিকিট বিক্রি শুরু হলেও দক্ষিণ-পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেটের টিকিট বিক্রি আজ (সোমবার) থেকে শুরু হবে।

তিনি জানান, অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ নেই। তাই এখনো ঈদের বেশিরভাগ টিকিট রয়ে গেছে।

হানিফ পরিবহনের কাউন্টার থেকে জানানো হয়, আজ (সোমবার) অনলাইনে তাদের টিকিট দেয়া হবে। অনলাইনে দেয়ার পর তারাও কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু করবেন।

ইকোনো পরিবহনের কাউন্টার কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অগ্রিম টিকিট তারা বিক্রি করেন না। কারণ তাদের বাস পর্যাপ্ত থাকায় ঈদের আগের দিনও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

ইউনিক পরিবহন কাউন্টার কর্মচারীরা জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের অগ্রিম টিকিট বিক্রির জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে এখনো সেভাবে যাত্রীদের আসা যাওয়া শুরু হয়নি।

এদিকে সায়েদাবাদ এলাকার অন্যান্য বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, কোনো কাউন্টারেই যাত্রীদের লাইন নেই। দুই একজন করে যাত্রী মাঝে মাঝে এসে অগ্রীম টিকিট ক্রয় করছেন।

আরিফুর রহমান নামের এক যাত্রী এই প্রতিবেদককে জানান, সদরঘাট থেকে লঞ্চে করেই তাদের পরিবারের সবাই ঈদ আনন্দ উদযাপন করতে দেশে যাবেন। তবে লঞ্চে যেতে অভ্যস্ত না হওয়ায় তিনি অগ্রিম টিকিটের জন্য সায়েদাবাদে এসেছেন।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।