বরিশালে ভারতীয় ভিসা কেন্দ্রের উদ্বোধন


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বরিশাল নগরীর হাসপাতাল রোডে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ভিসা আবেদন অফিসে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ প্রদীপ প্রজ্জ্বলন করে এই কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পঙ্কজ শরণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তি উদ্ধৃত করে বলেন, আমরা সামনে পিছনে নয়, একসাথে পাশাপাশি চলতে চাই। এই লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষের সময় বাঁচাতে ও আর্থিক ভোগান্তি থেকে রক্ষার জন্য ভারতীয় ভিসা সহজে পাবার জন্য আজকে বরিশাল, রংপুর এবং ময়মনসিংহে একযোগে ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করা হলো।

ভিসা পেতে মানুষের যাতে ভোগান্তি পোহাতে বা দালালের কবলে না পড়তে হয় সেদিকে নজর রাখা হবে বলে জানান হাই কমিশনার ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড পিনাক চক্রবর্তী,  স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ সেনগুপ্ত, বরিশাল নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরীসহ অন্যরা।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।