মাগুরায় মেছো বাঘ আটক


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

সদর উপজেলার ছয়চার গ্রামে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার গভীর রাতে বাঘটি আটক করা হয়।

শুক্রবার সকালে এটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। গায়ের রং ধূূসর। আটকের পর বাঘটিকে দেখতে শতশত উৎসুক মানুষ থানায় ভিড় জমায়।

Magura-Tiger

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার  ছয়চার গ্রামের হাবিবুর রহমানের বাড়ির মুরগির ঘরে ঢুকে পড়ে বাঘটি। পরে পরিবারের লোকজন কৌশলে দরজা বন্ধ করে এলাকাবাসীর সহযোগিতায় বাঘটি আটক করে। পরে পুলিশ বাঘটিকে উদ্ধার করে সদর থানার হেফাজতে আনে।

জেলা বন সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার মিত্র জানান, বাঘটি মেছো প্রজাতির। এটি কিছুটা আঘাতপ্রাপ্ত। এ কারণে  দ্রুত খুলনায় বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ে পাঠানো হয়েছে। খাবারের সন্ধানে এটি লোকালয়ে ঢুকে পড়তে পারে।

আরাফাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।