অর্থমন্ত্রীর অপসারণ দাবি চবি শিক্ষক সমিতির


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অপসারণ দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা। এর আগে শিক্ষকরা এক প্রতিবাদ সমাবেশ এবং মৌন মিছিল করে।

সমাবেশে অর্থমন্ত্রীর অপসারণ দাবি করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই রকম বেফাঁস মন্তব্য করা অর্থ মন্ত্রীর উচিত হয়নি। তিনি জাতির জনকের অবদান ১৯৭৩ এর অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ন্ত্রণ করার হীন মনোভাব পোষণ করেছেন। পক্ষান্তরে জাতির জনককে অপমাণিত করেছেন। একজন শিক্ষক কতটুকু পড়ালেখা করেন তা তিনি জানেন না। তিনি একজন মেয়াদ উত্তীর্ণ লোক। আশা করবো তার এই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন।

কানাডার বেগমপাড়া নামক একটি স্থানের কথা উল্লেখ করে এক শিক্ষক বলেন, ওই পাড়ায় বাংলাদেশের মন্ত্রী আমলাদের বেগমরা থাকেন। কয়জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বেগমও ওই পাড়ায় থাকেন। তাদের টাকা উৎসটা কি ? যে কানাডায় সপরিবার থাকতে পারেন।

চবি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কদ্দুসীর সঞ্চালনায় এবং সভাপতি আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর ড. অরুণ কুমার দে, প্রফেসর ড. মো. জাকির হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর ড. সেলিনা আকতার, প্রফেসর ড. ইকবাল শাহীন খানসহ আরো অনেকে। সমাবেশ শেষে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করে।

উল্লেখ্য, গত মঙ্গলবারও চবি শিক্ষক সমিতির আহ্বানে পূর্ণ দিবস কর্ম বিরতি, বিক্ষোভ সমাবেশ এবং মৌন মিছিল করে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।