প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানন্ত্রী বলেন, স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। একটি নির্দিষ্ট বয়স হয়ে গেলে শিশুরা স্কুলে ভর্তি হয়ে যাবে। তাদের ভর্তি পরীক্ষা নেয়ার কোনো যৌক্তিকতা নেই। এসময় প্রধানমন্ত্রী শিক্ষা জীবনে প্রবেশ করতে কোমলমতি শিশুদের ওপর যেন কোনো চাপ তৈরি না হয় তা নিশ্চিত করারও নির্দেশ দেন।
স্কুলে ভর্তি পরীক্ষার সমালোচনা তিনি আরো বলেন, আমি বুঝি না ক্লাস ওয়ানে ভর্তি হতে শিশুকে কেন পরীক্ষা দিতে হবে। শিশুকে যদি লিখতে-পড়তে শিখেই স্কুলে ভর্তি হতে হয় তাহলে স্কুল তাকে কী পড়াবে?
শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য শিক্ষা হতে হবে আনন্দময়। এসময় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে জরাজীর্ণ স্কুলগুলোকে সংস্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রথম শ্রেণিতেই শিক্ষার্থীদের ওপর বই আর পড়ার বোঝা চাপিয়ে দেয়া যাবে না। বইয়ের বোঝায় শিক্ষার প্রতি তাদের যাতে অনীহা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, শিক্ষা মৌলিক অধিকার। আর এ অধিকার নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিরক্ষরতা কমাতে নানা উপ-আনুষ্ঠানিক কর্মসূচিও রয়েছে সরকারের। সরকারি হিসেবে দেশে বর্তমান সাক্ষরতার হার ৭১ শতাংশ। চেষ্টা চলছে এই হার বাড়ানোর।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য মাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সফলতা তুলে ধরেন। তিনি বলেন, সবার জন্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে তার সরকার।
এসএইচএস/এএইচ/আরআইপি