শিশুদের ছবিতে জয়া


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

অটিজম ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে নির্মাণ করা হবে শিশুতোষ চলচ্চিত্র ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এটি নির্মাণ করা হচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে জয়ার বিপরীতে দেশের খ্যাতিমান একজন অভিনয়শিল্পী অভিনয় করবেন। অটিস্টিক শিশুর গল্প নিয়ে এর কেন্দ্রীয় চরিত্র। শিগগিরই এ চরিত্রের জন্য শিশুশিল্পীর নাম চূড়ান্ত করা হবে।

সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। ছবিটির কলাকুশলীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য বুধবার চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের সচিব মারতুজা আহমেদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী খান প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।