পূর্ণদিবস কর্মবিরতি ও র্যালি করবেন শিক্ষকরা
মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেয়ায় এবং শিক্ষকদের পূর্বঘোষিত দাবি-দাওয়া না মানায় আজ (মঙ্গলবার) দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদী র্যালি করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মবিরতির ও প্রতিবাদ র্যালি করার ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মন্ত্রিপরিষদ বৈঠকে অষ্টম জাতীয় বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিগুলো না মেনে ও তাদের অবমাননার বিষয়টির বিবেচনা না করেই এ বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়েছে।
এমতাবস্থায় আমরা আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদী র্যালি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষকদের দাবি-দাওয়ার পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা দাবি জানাই এ তদন্ত কমিটিতে সিনিয়র মন্ত্রী এবং শিক্ষার গুরুত্ব অনুধাবন করেন এমন ব্যক্তিদের এ কমিটিতে রাখা হোক।
## নতুন পে-স্কেলে ক্ষুব্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
এমএইচ/বিএ