নায়িকা হবো বলে বাবা দুই বছর কথা বলেননি


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

কদিন আগেও তাকে অনেকে ভালো ভাবে চিনতো না। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তাকে চিনিয়েছে তাদের নির্মিতব্য `অঙ্গার` ছবিতে নায়িকা হওয়ার সুযোগ দিয়ে। বলছি ঢাকাই চলচ্চিত্রের নবাগতা চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলির কথা। গেলো বৃহস্পতিবার এফডিসিতে এক জাঁকজমকপূর্ণ পরিসরে চলচ্চিত্রে জলির পথচলা শুরু হয়। ছোটবেলা থেকে যে মেয়েটি মনের মধ্যে স্বপ্ন লালন করতো একদিন ঢাকাই ছবির নায়িকা হবেন তার সেই লালিত স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বিষয়টি নিয়ে যেন জলির আনন্দের সীমা নেই!

নবাগত চিত্রনায়িকা জলি জাগো নিউজের সাথে আলাপকালে বলেন, ‘আমি ছোটবেলায় নাচ শিখতাম। আমার সব সময়ই ইচ্ছা ছিল, নায়িকা হবো। কিন্তু বাবা এসব একদমই পছন্দ করেন না। নায়িকা হতে চাই বলে বাবা আমার সাথে প্রায় দেড় বছর কথাও বলেনি। এসময় বাবার সাপোর্ট না পেলেও মা আমাকে প্রেরণা দিতেন। অনেক বড় বড় মিডিয়াতে গিয়ে ধর্ণা দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। তবে আমিও হাল ছেড়ে দেইনি। একসময় জানতে পারলাম, জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবির জন্য নায়িকা খুঁজছে। প্রথমে ভাবলাম, জাজের নায়িকা তো একজনই; অন্য নায়িকারা কি সেখানে চান্স পাবে? তবুও ছবি দিলাম। কিছুদিন পর আমার ছবি দেখে জাজের কর্ণধার আজিজ ভাই পছন্দ করলেন এবং জানতে পারি আমি জাজের নায়িকা হিসেবে সিলেক্ট হয়েছি। এরপর এই খুশিটা নিজের মধ্যে ধরে রাখা মুশকিল হয়ে পড়ে। এর কিছুদিন পর জাজ আমাকে নিয়ে অভিনয়ে পাকাপোক্ত করার জন্য গ্রুমিং করিয়েছে। ধীরে ধীরে অভিনয়-ফাইটিং রপ্ত করার চেষ্টা করি এবং অবশেষে ‘অঙ্গার’ ছবিতে চুক্তিবদ্ধ হই। এরপর বাকিটা তো সবার জানা...’

চলচ্চিত্র নিয়ে আগামী দিনের ভাবনা কী? জলি জানালেন, ‘যতদিন বাঁচি অভিনয় করে যেতে চাই। আমাদের দেশে অনেক ভালো ছবি নির্মাণ হচ্ছে- ঠিকভাবে যদি নিজেকে উপস্থাপন করতে পারি তবে আমি সফল হবো। সেজন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। আমি মনে করি দর্শকের মনে ঠাঁই নিয়ে, শুধু নায়িকা নয়, ভবিষ্যতে ভাবি, খালা, মা, দাদি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয়ের নেশাটা আমার অনেক ছোটবেলা থেকেই। এখন আমি একটা সুযোগ পেয়েছি, এর সঠিক ব্যবহার করতে চাই। সেজন্য সকলের কাছে দোয়া চাই।’

জলি শিগগির শুটিং শুরু করবেন ‘অঙ্গার’ ছবির। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্র এটি। এখানে জলির নায়ক হিসেবে থাকছে ওম।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।