পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাই রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারাং।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এসময় মন্ত্রী অবৈধ অভিবাসন ইস্যুতে থাই সরকারের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বাংলাদেশ থাইল্যান্ডে বড় ওষুধ রফতানিকারক দেশ হিসেবে মন্ত্রী দুই দেশের ব্যবসায়িক পর্যায়ে বৈঠক আয়োজনের প্রস্তাব করেন বিদায়ী রাষ্ট্রদূতের কাছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মন্ত্রী।

এসএ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।