লালনকে নিয়ে বাপ্পার গান


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

বাউল সম্রাট লালন সাঁই তার কালজয়ী সব গান দিয়ে অমরত্ব পেয়েছেন। বাংলা ভাষার মানুষের কাছে যুগের পর যুগ তার গান অন্তরের খোরাক যুগিয়ে চলেছে। তার সুর-তাল যেমন মনকে প্রফুল্ল করে তেমনি তার গানের বানী শুদ্ধ করে আত্মাকে।

সেই লালনকে নিয়ে গান বেঁধেছেন জনপ্রিয় সংগীত তারকা বাপ্পা মজুমদার। ‘আরশিনগর ঠিকই আছে/ কোথায় লালন সাঁই/ রেখেও তারে ঘরের কাছে/ দূরে খুঁজি অযথাই’- এমন কথার গানটি সুর-সংগীত করেছেন সুমন কল্যান। কথা লিখেছেন নবাব আমিন।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘গানটি গেয়ে খুব আনন্দ পেলাম। মনে একধরণের প্রশান্তি কাজ করছে। লালন সাঁইকে নিয়ে গান তো, তার জায়গা তো অন্য উচ্চতায়। তাকে নিয়ে গাইতে পেরেও ভালো লাগছে। সবাই তার গান গায়। এবার আমি তাকে নিয়েই গাইলাম। এ দারুণ এক অনুভূতি। গানটি সবার ভালো লাগবে।’

আসছে ঈদে ‘বেঁচে থাকার গান’ শিরোনামে একটি মিক্সড অ্যালবামে গানটি থাকবে বলে জানা গেছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।