আজকের সাধারণ জ্ঞান : ০৬ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:১১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘হুতুম পেঁচা’ কার ছদ্মনাম?  
উত্তর : কালিপ্রসন্ন সিংহের।

২. প্রশ্ন : বেগম সুফিয়া কামালের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের নাম কি?
উত্তর : অপরাজিতা।

৩. প্রশ্ন : ‘হুলিয়া’ কার পরিচালিত চলচ্চিত্র?  
উত্তর :  তানভীর মোকাম্মেল।

৪. প্রশ্ন : ‘দেশে-বিদেশে’ ভ্রমণকাহিনি কার লেখা?
উত্তর : সৈয়দ মুজতবা আলীর।

৫. প্রশ্ন : ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস : দি মিনড হিউম্যানিটি’ বইটি কার লেখা?  
উত্তর : শেখ হাসিনার।

৬. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কবে?
উত্তর : ২৫ ডিসেম্বর ১৯৬৪।

৭. প্রশ্ন : নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?  
উত্তর : বাউলার চর।

৮. প্রশ্ন : এলিফেন্ট পয়েন্ট কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।

৯. প্রশ্ন : বুড়িগঙ্গা কোন নদীর শাখা?   
উত্তর : ধলেশ্বরী।
 
১০. প্রশ্ন : বিশ্বের প্রথম এইডস রোগি ধরা পড়ে কোন দেশে?
উত্তর : যুক্তরাষ্ট্রে।

১১. প্রশ্ন : হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

১২. প্রশ্ন : চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি?
উত্তর : ভারিয়াগ।

১৩. প্রশ্ন : ‘There is no opposition there is no democracy’- উক্তিটি কার?  
উত্তর : আইভর জেনিংসের।  

১৪ প্রশ্ন : ‘বাতাসের শহর’ বলা হয় কাকে?   
উত্তর : শিকাগো।

১৫. প্রশ্ন : ‘Look before you leap’ means-
উত্তর : Be wary.

১৬. প্রশ্ন : Mercenary is the synonym of –
উত্তর : Hired.

১৭. প্রশ্ন : Black sheep- মানে কী?
উত্তর : কুলাঙ্গার।

১৮. প্রশ্ন : কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
উত্তর : ২১ এবং ২২।

১৯. প্রশ্ন : একটি গাড়ি ঘণ্টায় ৭৫ কি.মি. বেগে চলে। একজন লোক ৪ মিনিটে ১ কি.মি. দৌড়ালে লোকটির গতিবেগ গাড়ির গতিবেগের শতকরা কত হবে?
উত্তর : ২০%।

২০. প্রশ্ন : SPARRSO এর পূর্ণরূপ কী?
উত্তর : Space Research and Remote Sensing Organization.  

# আজকের সাধারণ জ্ঞান : ০৫ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।