তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বোই : পলক


প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ইন্টারনেটের পাসওয়ার্ড আমাদের হাতে’ ও ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতে’ এই শ্লোগান এখন সারাদেশের মানুষের মুখে মুখে। আর এই শ্লোগানের মধ্য দিয়েই গড়ে তোলা হবে ডিজিটাল বাংলাদেশ।

শনিবার রাত ৮টায় রাজধানীর বনানী মাঠে আয়োজিত ‘মিট দ্য ইয়ুথ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যতিক্রমধর্মী ‘মিট দ্য ইয়ুথ’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন-র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি চৌধুরী।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ২৮ হাজার টাকার ইন্টারনেটের দাম ৬শ ৫০ টাকায় নামিয়ে এনেছি। খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিথা ভোগ করবে।

তিনি বলেন, তারুণ্য আমাদের অমূল্য সম্পদ। এই অদম্য শক্তি দিয়ে আমরা তথ্য ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বোই।

‘মিট দ্য ইয়ুথ’ অনুষ্ঠান শেষে শূন্য ব্যান্ডের গান ও ডিজে পরিবেশিত হয়।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।