রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৬৩ জন
রাষ্ট্রীয় খরচে হজপালনের জন্য নির্বাচিত হয়েছেন দেশের সৌভাগ্যেবান দুইশ ৬৩ জন ধর্মপ্রাণ মুসলমান। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত সৌভাগ্যবান ধর্মপ্রাণ এই মুসলমানদের তালিকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালি, বাবুর্চি, ষ্টুয়ার্ট, চোপদার, দফতরী, গাড়িচালক, গ্যানম্যান, লিফটম্যান থেকে শুরু করে এমপি, যুগ্মসচিব, সহকারি সচিব, ডাক্তার, আইনজীবি, পুলিশ, বিজিবি, সাংবাদিক ও সাংবাদিক নেতা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, মুফতি, মাওলানা, মাদ্রাসার খতিব, মসজিদের মোয়াজ্জিন, জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ঠাঁই পেয়েছেন।
৩ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় উপ-সচিব (হজ) নাসিরউদ্দিন ধর্মমন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে নির্বাচিতদের নামের তালিকাসহ একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয় ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর সৌদি আরব যাবেন এবং হজ পালন শেষে ৫ অক্টোবর দেশে ফিরে আসবেন নির্বাচিতরা। সর্বনিন্ম প্যাকেজ মূল্যে তাদের এ সফর সরকারি সফর হিসেবে গণ্য হবে।
নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের তালিকা করতে বেশ কিছুদিন ধরে তাদের হিমসিম খেতে হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, এমপি, রাজনীতিবিদ, বিচারপতি, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন মহল থেকে নাম তালিকাভুক্তির জন্য তদবির করা হয়। নির্ধারিত কোটার চেয়ে অনেক বেশী আবেদনপত্র জমা পড়েছিল।
হজ পালনের জন্য অনেক আগে থেকেই মানসিক প্রস্তুুতি গ্রহণ করতে হয়। পবিত্র হজ পালনের নির্দিষ্ট নিয়মকানুন জানতে হয়। ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তালিকায় যাদের নাম অর্ন্তভুক্ত হয়েছে তাদের অনেকে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিম্বা শুক্রবার দিনও মসজিদমুখী হন কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
তালিকা অনুসারে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ১৬ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, ষ্টুয়ার্ট, চোপদার, বাবুর্চি, গেষ্টেনার অপারেটর, ষ্টোরকিপার, দফতরি, সহকারি বাটলার, টেনিস মার্কার, পেন্ট্রিম্যান, স্কোয়াস মার্কার, খালাসি, ক্যাশ সরকার ও অফিস সহায়ক রয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন থেকে নির্বাাচিত ১২ জনের মধ্যে রয়েছেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, সহকারি প্রোগ্রামার, গাড়িচালক, সহকারি বাটলার, মালি, বাবুর্চি, পেন্ট্রিম্যান, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরি প্রমুখ।
ময়মনসিংহ জেলা থেকে ৪৭ জন সৌভাগ্যবান ও ধর্মপ্রাণ মুসল্লি এ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতা, চেয়ারম্যান, সাংবাদিক ও সাবেক কমিশনার রয়েছেন। এদের ২/১জন আবার সস্ত্রীক যাচ্ছেন। রোভার স্কাউট থেকে নির্বাচিত হয়েছে ১৪ জন। সাংসদ হিসেবে এ তালিকায় ঠাঁই হয়েছে কুমিল্লা-৮, ৩১৩ মহিলা আসন ১৩, ৩০৩ মহিলা আসন ৩ এর নাম।
নির্বাচিতদের রোববার দুই সেট পাসপোর্টের ফটোকপি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমইউ/এএইচ/আরআইপি