ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে বাণিজ্য মেলা


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা অনেকটাই জমে ওঠেছে। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের পদরাচণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০ টাকা।

প্রতিবারের মতো এবারের মেলায়ও অন্যতম আকর্ষণ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুলনাচ, নাগরদোলা আর মৃত্যুকূপের মতো দুঃসাহসিক মোটরসাইকেল চালনা।

Fair1

সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় বিনোদনপ্রেমিরা সময়-সুযোগ পেলেই ঢু মারছেন বাণিজ্য মেলায়। পুতুলনাচ, নাগরদোলা আর মৃত্যুকূপ মোটরসাইকেল চালনা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। ২০ টাকার বিনিময়ে মৃত্যুকূপ মোটরসাইকেল চালনা দেখে অনেকেই ভয়ে আঁৎকে উঠেন।

মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জাগো নিউজকে জানান, শহরে বিনোদনের কোনো ভালো জায়গা নেই। অন্তত কিছুটা সময়ের জন্য হলেও বাণিজ্য মেলায় এসে কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে তারা আনন্দ করতে পারছেন। তাছাড়া বাজার থেকে মেলার দোকানগুলোতে পণ্যের দামও তুলনামূলকভাবে কিছুটা কম।

এবারের মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে দোকান নিয়েছেন। মেলার প্রায় শতাধিক দোকানে স্থান পেয়েছে দেশের বিভিন্ন এলাকার লোকজ ও ঐতিহ্যবাহী দেশজ পণ্য।

Fair2

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জাগো নিউজকে জানান, মেলা উদ্বোধনের পর কয়েকদিন বেচাকেনা তেমন ছিল না। কিন্তু দিন যতই বাড়ছে বেচাকেনাও তত বাড়ছে।

এদিকে সন্ধ্যা হলেই মেলা প্রাঙ্গণে শুরু হয় বখাটে যুবকদের অবাধ বিচরণ। এসব বখাটে যুবকদের হাতে প্রতিনিয়িত ইভটিজিংয়ের শিকার হচ্ছেন মেলায় ঘুরতে আসা তরুণীরা। বাদ পড়ছেন না মাঝ বয়সী নারীরাও। মেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন থাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। এর ফলে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ জানাতেও তেমন আগ্রহী হচ্ছেন না।

মেলায় আসা কয়েকজন দর্শনার্থী জাগো নিউজকে জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে বখাটে যুবকরা বসে আড্ডা দেন। এসব বখাটেরা তরুণীদের দেখলেই অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে খারাপ মন্তব্য করে। কিন্তু এসব ব্যাপারে পুলিশ কিংবা মেলা কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যত কিছুই হচ্ছে না।

Fair3

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, ইভটিজিংয়ের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক জাগো নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিনোদনের জন্য তেমন কোনো স্থান না থাকায় এ বাণিজ্য মেলায় এসে সাধারণ মানুষ বিনোদন নিতে পারছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রি আয়োজিত কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।