মুরাদনগরে কবি নজরুল স্মরণোৎসব


প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কবির এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আশরাফ আলী ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম।

পরে নজরুল-নার্গিস সংগীত একাডেমির শিল্পীরা অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিকের লেখা ‘পান্থজনের শখা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।