সাতক্ষীরায় যুবলীগের আহ্বায়ক জাকির আটক


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

সাতক্ষীরার তালা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরকে লাঞ্চিত করে চোরাই মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে উপজেলা যুবলীগ আহ্বায়ক সরদার জাকির হোসেনকে আটক করেছে তালা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

তালা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পিন্টু জাগো নিউজকে জানান, বুধবার বিকেলে তালা উপশহরের আজিজের গ্যারেজ থেকে একটি চোরাই মোটরসাইকেল আটক করেন এএসআই মনির হোসেন। এসময় তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির ও তার আপন ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার দায়িত্বরত এএসআই মনির হোসেনকে লাঞ্চিত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জাকির কমিটি পাওয়ার পর থেকে আইনকে তোয়াক্কা না করে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচারণ করে যাচ্ছেন। এমনকি আওয়ামী লীগের মূল দলের নেতাদেরও লাঞ্চিত হতে হচ্ছে তার জন্য। সেটেলমেন্টে দালালিসহ একাধিক অপকর্মে চালিয়ে যাচ্ছেন তিনি।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।