ঝালকাঠি জেলা যুবদল সভাপতিসহ ২ জন কারাগারে


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের মামলায় জেলা যুবদল সভাপতি কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সোলায়মান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, একই মামলায় নলছিটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আইনজীবী সাহেব হোসেন জাগো নিউজকে বলেন, নলছিটি উপজেলার দপদপিয়া ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগে নলছিটি থানায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় অভিযোগপত্র দাখিল করলে জেলা যুবদল সভাপতি কামরুল ইসলাম আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজিরা দেয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন সরদারসহ যুব ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।