সেরেনার কষ্টার্জিত জয়


প্রকাশিত: ০৬:২০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। তবে এই জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে এই মার্কিন তারকাকে। লড়াই করে ২-১ সেটে জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের সামনে থাকা সেরেনা।

বৃহস্পতিবার নিউওয়ার্কে স্বদেশী ইরিনা ফেলকোনির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পরতে হয় সেরেনাকে। প্রথম সেটে ৬-৩ গেমে সহজেই জয় পান সেরানা। তবে পরের সেটে দুর্দান্ত লড়াই করে সেরেনাকে হারিয়ে দেন ফেলকোনি। টাইব্রেকারে গড়ানো এই সেট শেষ পর্যন্ত ৬-৭ (২/৭) গেমে পরাজিত হন ৩৩ বছর বয়সী সেরেনা। তবে শেষ সেটে আবার ঘুরে দাঁড়ান সেরেনা। ৬-২ গেমের সহজ জয় দিয়েই তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন এই মার্কিন কৃষ্ণসুন্দরী।

জয়ের পর সেরেনা বলেন, আমি প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছি। অনেকগুলোর জন্য নয় তবে প্রতিবারে একটির জন্য।’ যোগ করে আরও বলেন, ‘আমি খুব হাল্কা মেজাজে ছিলাম। আজকে বেশ কঠিন ম্যাচ ছিল। আমার মনে হয় এটা দেখা গেছে। আশা করি আমি আগের অবস্থায় ফিরে যেতে পারবো।’

আরটি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।